গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপতত্ত্বাবধায়কের কার্যালয় সরকারি শিশু পরিবার (বালক) মেহেরপুর। www.sspb.meherpur.gov.bd |
নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen Charter)
১. ভিশন ও মিশন
১.১ ভিশন
সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনগনের জীবনমান উন্নয়ন।
১.২ মিশন :
উপর্যুক্ত আয়ত্ত্বাধীন সম্পদের ব্যবহার করে প্রাসঙ্গিক অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মঙ্গল সাধন।
২. সেবা প্রদান ও প্রতিশ্রুতি
২.১ নাগরিক সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তির স্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নং, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
উধর্ধ্বতন কর্মকর্তার পদবি, DaŸ©Zb Kg©KZ©vi c`we, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
|
৬-৯ বছর বয়সী পিতৃহীন/পিতৃমাতৃহীন শিশুকে পারিবারিক পরিবেশে সম্পূর্ণ সরকারি খরচে ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিপালন, প্রশিক্ষণ ও পূনর্বাসন। |
শিশু পরিবারে ভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ০১ (এক) মাসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্তকরণ। |
১. নির্ধারিত আবেদনপত্র। ২. শিশুর জন্ম সনদের সত্যায়িত ফটোকপি ৩. পিতার মৃত্যু সনদের সত্যায়িত ফটোকপি। ৪. সদ্য তোলা রঙ্গিন ছবি ০৫ (পাঁচ) কপি সত্যায়িত (শিশু ও অভিভাবক উভয়ের)। ৫. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। |
সরকারি শিশু পরিবার, জেলা/উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় |
বিনামূল্যে |
উপতত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার (বালক) ওয়াপদা মোড়, কুষ্টিয়া রোড, মেহেরপুর। টেলিফোনঃ ০৭৯১-৬২১৪৬ ওয়েভ মেইলঃ dys.sspb.meherpur@dss.gov.bd |
উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মেহেরপুর মোবাইল নং ০১৭১৮-৪১৪১৩৮ টেলিফোনঃ ০৭৯১-৬২৬১৩ ওয়েভ মেইলঃ dd.meherpur@dss.gov.bd
|