Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

 

Description: C:\Users\Dell\Desktop\bangladesh-govt-logo.jpg

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপতত্ত্বাবধায়কের কার্যালয়

সরকারি শিশু পরিবার (বালক)

মেহেরপুর

www.sspb.meherpur.gov.bd

Description: C:\Users\Dell\Desktop\somaj-seba-odhidoptor-dss-logo-BF3ED53789-seeklogo.com.png

 

নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen Charter)

. ভিশন মিশন

. ভিশন

সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনগনের জীবনমান উন্নয়ন।

. মিশন :

উপর্যুক্ত আয়ত্ত্বাধীন সম্পদের ব্যবহার করে প্রাসঙ্গিক অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মঙ্গল সাধন।

 

. সেবা প্রদান প্রতিশ্রুতি

. নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের

সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তির স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নং, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ইমেইল

উধর্ধ্বতন কর্মকর্তার পদবি,  DaŸ©Zb Kg©KZ©vi c`we, অফিসিয়াল টেলিফোন ইমেইল

  1.  

৬-৯ বছর বয়সী পিতৃহীন/পিতৃমাতৃহীন শিশুকে পারিবারিক পরিবেশে সম্পূর্ণ সরকারি খরচে ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিপালন, প্রশিক্ষণ ও পূনর্বাসন।

শিশু পরিবারে ভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ০১ (এক) মাসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্তকরণ।

১. নির্ধারিত আবেদনপত্র।

২. শিশুর জন্ম সনদের সত্যায়িত ফটোকপি

৩. পিতার মৃত্যু সনদের সত্যায়িত ফটোকপি।

৪. সদ্য তোলা রঙ্গিন ছবি ০৫ (পাঁচ) কপি সত্যায়িত (শিশু ও অভিভাবক উভয়ের)।

৫. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

সরকারি শিশু পরিবার, জেলা/উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়

বিনামূল্যে

উপতত্ত্বাবধায়ক

সরকারি শিশু পরিবার (বালক)

ওয়াপদা মোড়, কুষ্টিয়া রোড, মেহেরপুর।

টেলিফোনঃ ০৭৯১-৬২১৪৬

ওয়েভ মেইলঃ

dys.sspb.meherpur@dss.gov.bd

উপপরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়

মেহেরপুর

মোবাইল নং ০১৭১৮-৪১৪১৩৮

টেলিফোনঃ ০৭৯১-৬২৬১৩

ওয়েভ মেইলঃ

dd.meherpur@dss.gov.bd